পুলিশে অন্যায়-দুর্নীতির কোনো স্থান থাকবে না: ডিএমপি কমিশনার
প্রকাশিত : ১২:৪৪, ২৪ আগস্ট ২০২৪ | আপডেট: ১২:৫৮, ২৪ আগস্ট ২০২৪
আস্থার সংকট কাটিয়ে শিগগিরই পূর্ণ সক্ষমতা নিয়ে পুলিশ কাজ শুরু করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান। পুলিশের উচ্চপর্যায়ে বিশেষ কোনো জেলা এখন আর প্রাধান্য পাবে না। মূল টার্গেট থাকবে পেশাদারিত্ব। অন্যায়, দুর্নীতির কোনো স্থান থাকবে না,’ যোগ করেন ডিএমপি কমিশনার।
শনিবার (২৪ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন তিনি।
মাইনুল হাসান বলেন, ডিএমপির ৫০ থানার মধ্যে আন্দোলনে ২২টি থানা সম্পূর্ণভাবে ধ্বংস হয়। লুট হয় ১ হাজার ১৯৮টি অস্ত্র এবং প্রচুর গোলা বারুদ। কিছু অপেশদার ও উচ্চাবিলাসী পুলিশ সদস্যের কারণে জনগণের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলন ঘিরে যারা অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার বলেন, আন্দোলনে অনেকে লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে অভ্যুত্থান দমনের অপচেষ্টা করেছেন। সেগুলো খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ছাড়া নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বিভাগীয় ব্যবস্থাও চলমান রয়েছে।
ছাত্র-জনতার আন্দোলন দমাতে লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান।
ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংতায় নিহতের বিষয়ে তিনি বলেন, ডিএমপিতে নিহত হয়েছেন ১৪ জন পুলিশ সদস্য। এ সময় আহত হয়েছেন পুলিশের ৪২৭ সদস্য। এ ছাড়া সাধারণ নাগরিক নিহতের সঠিক তথ্য যাচাই করার চেষ্টা চলছে।
এএইচ
আরও পড়ুন